ইউএপি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪

শিক্ষার্থীদের যোগ্যতার উন্মেষ ঘটানোর অন্যতম মাধ্যম হিসাবে প্রতিবারের মতো এবারও ইউএপি সাংস্কৃতিক ক্লাব, ডিএসডব্লিউ আয়োজন করেছে "ইউএপি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪"

প্রাথমিক নির্বাচনে নির্বাচিতদের নিয়ে গত ১৩ নভেম্বর ইউএপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবারের বার্ষিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

প্রতিযোগিতার বিভাগে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত,অন্যান্য গান যেখানে ছিল পুরনো দিনের গান এবং ব্যান্ডসঙ্গীত , নৃত্য, আবৃত্তি, উপস্থাপনা এবং সর্বশেষ আয়োজনে ছিল যন্ত্রসঙ্গীত । প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে সকলে আয়োজনটি উপভোগ করে।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী চম্পা বনিক, আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব, নৃত্যশিল্পী কৃষ্ণা রায়। এছাড়া প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএপি সাংস্কৃতিক ক্লাবের উপদেষ্টা লায়েকা বশীর, সহ-উপদেষ্টা তাওরেম সিংহ রাহুল এবং ডিএসডব্লিউ-এর পরিচালক ড. এ. এস. এম. মোহসীন।